May 30, 2023, 3:22 pm
নারায়ণগঞ্জের খবরঃ অপরাধীদের আবারো কঠোর হুশিয়ারী দিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ। শুক্রবার দুপুরে সদর উপজেলার ফতুল্লায় বিভিন্ন হাট পরিদর্শনে গিয়ে তিনি এই হুশিয়ারী দিয়েছেন।
তিনি বলেন, কোরবানির পশুর হাটে কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবে না। জেলা পুলিশ পূর্বের মত ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য ঈদের দিন পর্যন্ত রাস্তায় থাকবে। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ইতোমধ্যে পুলিশের ছিুটি বাতিল করা হয়েছে।
মৌসুমী চামড়া ব্যবসায়ীদের ব্যাপারে পুলিশ সুপার বলেন, ঈদ পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যেও কাজ করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
Leave a Reply