শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শহর প্রতিনিধি: অসম্ভব বলে কোনো কথা নেই মন্তব্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী বলেন, আমার দ্বারা সম্ভব আর আমি করিনি এমন ইতিহাস নেই। আমি কাজ করার জন্য একপায়ে ব্যাকুল হয়ে আছি। কিন্তু আমার তো লোক লাগবে।
বুধাবার ( ২২ সেপ্টম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে শেখ হাসিনা লিখিত ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা, নারী বা যেকোনো সেক্টরের কেউ কিছু বলছেন এবং ওইটা আমার পক্ষে করা সম্ভব এমন কোনো কাজে আমি কখনও না করি নাই। আমার ডিকশনারিতে না আর অসম্ভব বলে কোনো কথা নাই। আমি আমার নিজের ডিকশনারি। আমি কাজের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার তো লোক লাগবে। নারায়ণগঞ্জ থেকে ভয় কাটাতে হবে।
হলি উইলস স্কুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন, সমাজবেক জাকিয়া আলী ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাড, নুরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, জেল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ সিটি আর্পোরেশনের নারী কাউন্সিলর মানোয়ারা বেগম, শাওন, অংকন প্রমুখ।
Leave a Reply