September 26, 2023, 6:45 am
নারায়ণগঞ্জের খবরঃ গুজবে না ছড়ানোর আহবান জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ। এসময় তিনি বলেন, যারা গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমরা চিহ্নিত করেছি। রবিবার দুপুরে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইন নিজের হাতে তুলে নিবেন না মন্তব্য করে পুলিশ সুপার বলেন, গুজব ছড়িয়ে যারা মারধর করবেন তাদের এবং যারা এই গুজব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্ধথা গ্রহন করবো।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমেদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এনামুল হক, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন প্রমুখ।
Leave a Reply