December 9, 2023, 1:07 pm
নারায়ণগঞ্জের খবরঃ আ’লীগ নেতাকর্মীদের কোন ক্ষতি করার আগে আগে আমার বুকের উপর দিয়ে যেতে হবে। কেউ ভয় পাবেন না। আমি শামীম ওসমান সবসময় আপনাদের পাশে আছি। আমি সব সময় বলে আসছি- আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শনিবার সন্ধ্যায় সাংসদের সিদ্ধিরগঞ্জের কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিব বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতি সাইলো শাখার সভাপতি মোঃ আনিছুজ্জামান আনিছ ও গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী ওয়াহিদ আলম প্রমূখ।
উল্লেখ্য, ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল আমিন নগর এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনীতে বাক প্রতিবন্ধী সিরাজ নিহত ও একই দিন মানসিক প্রতিবন্ধী শারমিন আহত হওয়ার ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। সিরাজ হত্যা মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে ৪০০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করেছে পুলিশ। মানসিক প্রতিবন্ধী শারমিনকে হত্যাচেষ্টা মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক থেকে দেড়শ জনকে আসামী করা হয়েছে। দু’টি মামলাতেই আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মী, ব্যবসায়ী, এডভোকেট ও সাধারণ মানুষকে আসামী করা হয়েছে বলে দাবি করে ২৩ জুলাই রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন। ঐ দুটি মামলাকে কেন্দ্র করে এবং দলীয় সার্বিক বিষয় নিয়ে শনিবারের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় নের্তৃবৃন্দ জানায়।
Leave a Reply