শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জুস কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থতলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এতগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এবং মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জুস কারখানার ছয়তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। ভবনটিতে ফাটল ধরায় আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
শুক্রবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানা এলাকায় স্বজনদের ভিড় বাড়ছে। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকার পরিবেশ।
Leave a Reply