শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মহররম মাস আশুরা এবং হাক্কানী আঞ্জুমান এর সাবেক মোতওয়ালী সুফী আলহাজ্ব মোহাম্মদ আবেদ এর মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফতুল্লার পিলকূনী হাক্কানি জান্নাতুল বাকী কবরস্থান,হাক্কানী রহমত মঞ্জিল কমপ্লেক্স জামে মসজিদ এবং বায়তুল হামদ্ জামে মসজিদ সংগগ্ন ৩টি স্থানে তৃতীয় দফায় হাক্কানী আঞ্জুমান বাংলাদেশ ও হাক্কানী ওয়াক্ফ এস্ট্রেট এর যৌর্থ উদ্যাগে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাক্কানী আঞ্জুমান বাংলাদেশ ও হাক্কানী ওয়াক্ ফ এস্ট্রেট মোতওয়ালী আলহাজ্ব আবু খালিদ মোঃ বরকত উল্লাহ, সংগঠনে সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন, হাক্কানী জান্নাতুল বাকী কবরস্থানের সভাপতি আলহাজ্ব আলফাজ উদ্দিন পাঠান, বাহার আলী বায়তুর নুর জামে মসজিদের সাধারন সম্পাদক বজলুর রশিদ মিল্লাত, হাফেজ মুফতি সাঈদুর রহমান মাসুম,আব্দুর রব, মাওলানা শামীম মৃধা, হাফেজ সুলায়মান, একতা সমাজ উন্নায়ন পরিষদের উপদেষ্টা আলহাজ্ব হারুন রশিদ, আলতাফ হোসেন, আব্দুস সালাম পাঠান, হাক্কানী রহমত মঞ্জিল কমপ্লেক্স জামে মসজিদের সহ সভাপতি ফরিদউদ্দীন(দুলূ),দাপা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ আলম মৃধা, মোঃ জাফর উল্লাহ, মোঃ আব্দুল হাই, জেলা ছাত্রলীগের নেতা মোঃ সামিউন সিনহা,সাজেদীন, মোঃ শাহজাহান,নুহিন, আলআমিন,সামিউল, ফাহিম, মাসুম প্রমুখ।
Leave a Reply