বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে (আটকে পড়া পাকিস্তানী) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রæপের মারামারিতে ১১ জন নারী-পুরুষ আহত হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনার পর পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বিহারীরা জানায়, শাকিল (৪৭) নামে এক অবাঙ্গালী তার এলাকার এক নানীকে কৌতুকের ছলে বলেন, নানী তোমাকে নিয়ে আজ ‘‘এক ফুল দু’ মালী’’ ছবি দেখতে যাব। এর পাশেই বসাছিল এলাকার আরেক অবাঙ্গালী বোল মেম্বারের স্ত্রী। বোলা মেম্বারের স্ত্রী মনে করেন শাকিল তাকেই উদ্দেশ্য করে ছবি দেখার কথা বলেছিল। সে এ ঘটনাটি তার স্বামীকে জানায়। এতে তার স্বামী বোলা মেম্বার ক্ষুব্ধ হয়। পরবর্তীতে সে তার লোকজন নিয়ে হামলা চালায় শাকিলের উপর। এসময় উভয় গ্রæপের মারামারিতে সাব্বির, হৃদয়, ওয়াসিম, বেবী আক্তার, মিলন, ওয়াহিদ, সাবরাজ, মুস্তাকিন, শরফুদ্দিন ও হোসনে আরা বেগমসহ ১১ জন আহত হয়। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে প্রাথমিক পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ ফরিদ উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় মামলার জন্য উভয় পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply