মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পূর্বশক্রতার জেরে শনিবার রাতে যে কোনো সময় বাড়িতে পানির টিউবওয়েলে মশারির কাপড়ে কীড়ার বড়ি বেঁধে তা ফেলা রাখা হয়। এতে পানিতে বিষক্রীড়া ছড়িয়ে পড়ে। রোববার সকালে পানি খাওয়ার পর পর্যায়ক্রমে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়ে পড়েন।
আহতরা হলেন উজ্জল (২৮) তার স্ত্রী মানছুরা (২০) ভাই হাসিব (২২) তার স্ত্রী রুমানা (১৯) ও বোন রুমি আক্তার (১৮)। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভুক্তভোগী রমিজউদ্দিন বলেন, আমার সন্দেহ একই এলাকার দেলোয়ার আমার নিকট আত্মীয় পূর্বশক্রতার জেরে বাড়িতে পানির টিউবওয়েলে মশারির কাপড়ে কীড়ার বড়ি বেঁেধ তা টিউবওয়েলের ডান্ডায় বেঁধে রাখেন। এতে পানিতে বিষক্রীড়া ছড়িয়ে পড়ে। সকালে পানি খাওয়ার পর পর্যায়ক্রমে পরিবারের পাঁচ সদস্য আহত হন। অপরদিকে অভিযুক্ত দেলোয়ার বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি টিউবওয়েলের পানিতে ক্রীড়ার বড়ি ফেলেনি। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, পাঁচ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ডিউিটি অফিসার আশাদুজ্জামান তালুকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply