বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:২১ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পান্তরঞ্জন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে নারায়ণগঞ্জ জেলার সোনার গাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের মৈইষটেক এলাকার মনোরঞ্জের ছেলে। একই সময় আহত হয়েছে সঙ্গে থাকা তার বন্ধু আবু তালহা (১৭)। সে একই জেলা ও থানাধীন নয়াপুর এলাকার গাজী ছালাউদ্দিনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, তারা দুজনই এবছর এসএসসি পাশ করেন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া পুলিশ চেকপোষ্টের কিছু অদূরে শনিবার বিকাল ২টার দিকে এই ঘটনা ঘটে। অন্য একটি গাড়ী তাদের বহনকৃত বাইকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। হাইওয়ে থানার এসআই মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেট্রো ল- ৩৯-২৮৯০ নাম্বারের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি নরসিংদীর মাধবদী এলাকা থেকে আসছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া পুলিশ চেকপোষ্টের কিছু অদূরে একটি দ্রæত গতির গাড়ী মোটরসাইকেলে ধাক্কা দেয়। তিনি আরো বলেন, বাইকে থাকা দু’জন গুরুতর আহত হন। এদের মধ্যে পান্তরঞ্জন নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply