রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল রোববার ছাত্রলীগের নেতাকর্মীরা খাদ্যে ভেজাল বিরোধী মিছিল বের করেন। স্থানীয় সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের উদ্যোগে মিছিলটি আড়াইহাজার পৌরসভা বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
ছাত্রসংসদের ভিপি শফিকুল ইসলাম শরীফের নেতৃত্বে এতে অংশ নেন জিএস সুমন মিয়া, এজিএস মাহবুব রহমান ভূঁইয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহানঢালী, সাধারণ সম্পাদক সোহলে মোল্লা সাজিত, রাজু, রমজান, ইকবাল ও অপু প্রমুখ। এ সময় শরীফ বলেন, যে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিবে তাদের আমরা আইন শৃঙ্খলাবাহিনীর কাছে সোপর্দ করে দেব। খাদ্যে ভেজালকারীরা জাতির শত্রু । তাদের কোনো ক্ষমা নেই। তারা জাতিকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। সুমন মিয়া বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল একমহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনই আইনশঙ্খলা বাহিনীর লোকজন ভেজালখাদ্য জব্দ করছেন। অসাধু ব্যবসায়ীদের জেল-জরিমানা করছেন। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই সোর্চ্চার হন।
Leave a Reply