রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি এলাকায় এক স্কুলছাত্রীর সঙ্গে মেহেদী হাসান নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুবাদে চার মাস ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গোপনে একাধিকবার তাদের মধ্যে দেখা হয়। এ পর্যন্ত চারবার তাদের মধ্যে দৈহিক সর্ম্পক হয়েছে বলেও পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে স্বীকার করেছে আটক মেহেদী হাসান। তবে জোর করে নয়, মনের মিল থাকায় দৈহিক সর্ম্পকের ঘটনাটি ঘটেছে বলে পুলিশকে জানান সে। কিন্তু তাদের এ সম্পর্কে বিষয়টি জানতো না তাদের দুই পরিবার। সর্বশেষ রক্তক্ষণের ঘটনা ঘটলেই বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মেহেদী হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। সে স্থানীয় বান্টি এলাকার মনিরের ছেলে। সে বান্টি বাজারে একটি দোকানে শ্রমিকের কাজ করেন। এদিকে আশঙ্কা জনক অবস্থায় পরিবারের রাতেই ধর্ষণের শিকার রুপাকে(ছদ্মনাম) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
প্রসঙ্গত, প্রেমের টানে সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় ফ্রি-পিস কাপড় কেনার কথা বলে (রুপা) ছদ্মনাম বান্টি বাজার এলাকায় আসেন। পরে তাদের মধ্যে ফের দৈহিক সর্ম্পকের এক পর্যায়ে রক্তক্ষরণ হতে থাকে। পরে রুপা তার পরিবারকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বুধবার সকালে পুলিশকে বিষয়টি অবহিত করা হলে ধর্ষককে বান্টি এলাকা থেকে আটক করা হয়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, দুই পরিবারের মধ্যে একটি সমঝোতায় আসার চেষ্টা করা হচ্ছে। তবে কোন সিদ্ধান্ত পৌঁছাতে না পারলে এ ঘটনায় মামলা হবে।
Leave a Reply