September 23, 2023, 5:19 pm
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার রাতে আবদুর রব নামে এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। পূর্বশতত্রুতার জেরে স্থানীয় কালাপাহাড়িয়ার পূর্বকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে বাতেনের ছেলে।
আহত আবদুর রব জানান, রাতে পুর্বকান্দি কাচারী নামক এলাকা থেকে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ী ফিরছিলেন তিনি। রাস্তায় একা পেয়ে একই এলাকার আহম্মদের ছেলে মনিরসহ আরো কয়েকজন মিলে তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে লাঠিসোটা দিয়ে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে মনিরের বিরুদ্ধে করা এ অভিযোগ তিনি অস্বীকার করেছেন। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply