বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের মাত্র ৩ দিনের মাথায় কাউসার মিয়া (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সে স্থানীয় সাতগ্রাম ইউপির দেয়াবৈ এলাকার আফছুর উদ্দিনের ছেলে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার আড়াইহাজার থানায় তার মামা আব্দুল মতিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার ব্যবহারের দু’টি মোবালইল নাম্বারও বন্ধ রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এস আই সিরাজ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ৩দিন আগে কাউসার মিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আড়াইহাজার থানার ডিউটি অফিসার আব্দুল করিম সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply