মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে নানা নাটকীয়তার পর অবশেষে ২৮ দিন বসয়সি এক কন্যা শিশু তার বাবার অধিকার ফিরে পেল। স্ত্রী ফিরে পেল তার স্বামীর অধীকার। এটি সম্ভব হয়েছে স্থানীয় কিছু সংবাদকর্মী ও পুলিশের ব্যাপক তৎপরতায়। শিশুর মাকে গোপনে প্রতারণামূলক বিয়ে সুমন।
দুই বছর আগে সহজ সরল পপিকে শুধুমাত্র সাদা কাগজে স্বাক্ষর করিয়ে কাবিন নামার নামে প্রতারণা করে। পরে পুলিশ তাকে আটক করে। সে স্থানীয় কামরাঙ্গির চর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে। বিষয়টি সুমনের পরিবারের কেউ অবহিত ছিল না। শনিবার প্রতারক সুমন ফের স্থানীয় শম্ভপুরা এলাকায় এক মেয়েকে বিয়ে করেন।
শুক্রবার তাকে বাড়িতে আনার প্রস্তুতি নেয়। বরের বাড়িতে দিনভর চলে বিয়ের আয়োজন। আত্মীয়স্বজনেরা বাড়িতে কনে আনার প্রস্ততিও নেয়। এ খবর পেয়ে প্রতরণার শিকার পপি তার মাকে নিয়ে আড়াইহাজার থানায় হাজির হন। পুলিশ তাৎক্ষণিক বরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ খবর শুনে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সবাই হতবাক। তারাও থানায় হাজির হয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার বিকালে নানা নাটকীয়তার পর সমুনের সঙ্গে পপির বিয়ে হয়।
প্রসঙ্গত,পপি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার সর্তধোনা এলাকার নুরুল মিয়ার মেয়ে। তারা রুপগঞ্জের বরপা এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকত। স্থানীয় ‘মা-বাবা’ নামে একটি গার্মেন্টেসে সুমন ও পপি কর্মরত ছিলেন। সেখানে মূলত দুই বছর আগে তাদের মধ্যে পরিচয় ঘটে। এরই সূত্র ধরে পপিকে ভুয়া বিয়ে করে গোপনে সংসার করতে থাকেন সুমন।
Leave a Reply