সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: কখনো হ্যান্ডমাইক হাতে নিয়ে মানুষকে সচেতন করছেন, কখনো সরকারী ত্রান নিয়ে ছুটে যাচ্ছেন সাধারন মানুষের কাছে। সকাল থেকে মধ্যরাত অবদি কাজ করে যাচ্ছেন। ঘোষণা দিয়েছেন নিজের বেতনের টাকা দিয়ে দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করারও। তিনি আর কেউ নন একজন মানবিক ইউএনও নাহিদা বারিক।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যখন সব কিছু স্থবির হয়ে পরেছে, ঠিক তখনই সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন হতদরিদ্র মানুষের পাশে থাকার। এছাড়া সরকারী সহযোগীতার পাশাপাশি নিজেদের বেতনের টাকা দিয়েও দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করার।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক মানুষকে সচেতন করতে এবং এই প্রাণঘাতী ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ছুটির দিনেও ঘরে বসে থাকছেন না। ছুটে যাচ্ছেন মানুষের পাশে। মানুষের কাছে। ইতোমধ্যে বেশ কিছু পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাবারের ব্যবস্থা করেছেন। গোপনে কিছু পরিবারের কাছে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন তিনি। তার এই সহযোগী অব্যাহত রাখবেন বলেও তিনি জানিয়েছেন।
নাহিদা বারিক বলেন, আল্লাহ আমার চলার মতো সামর্থ দিয়েছেন। কিন্তু করোনা ভাইরাসে দেশের এমন পরিস্থিতিতে অনেক দিনমজুরসহ হতদরিদ্ররা কাজ করতে না পেরে পুরো পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। আমি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ স্বশরীরে দরিদ্র মানুষের বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার সময় এটা উপলোব্ধি করেছি। তাই নিজের বিবেকের তাড়নায় সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণের পাশাপাশি নিজের বেতনের পুরো টাকায় খাদ্য কিনে গরিবদের মাঝে বিতরণ করবো।
সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি যতদিন করোনা ভাইরাস পরিস্থিতি থাকে ততদিন যেন নিম্ম আয়ের এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়ান।
Leave a Reply