মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

এবিসির ‘সামার ডিলাইট’ অনুষ্ঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক
সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের নিয়ে গঠিত অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি)উদ্দ্যেগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে “সামার ডিলাইট” ( বর্ষাকালে)।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিস্থ অভিজাত রেস্টুরেন্টে অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) আয়োজিত সামার ডিলাইট (বর্ষাকাল) অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক,উপস্থাপক সহ ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) সাফল্য কামনার করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য উপস্থাপক আব্দুর নূর তুষার,অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) উপদেস্টা সামিয়া রহমান, ইকবাল বাহার জাহিদ(উদ্যেক্তা),ডা: জামিল আহম্মেদ,দেবাশীস বিশ্বাস,সৈয়দ ইস্তিয়াক রেজা,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় দলের সাবেক ফটবলার হাসান এমেলি,মোস্তফা ফিরোজ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক,উপস্থাপক সহ ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক দৌলত মো. জাফরী, সদস্য দেবাশীষ রঞ্জন সরকার, খালেদ আক্তার চৌধূরী লিজা,আশফাকুর রহমান আদনান,শিপন আহসান,বিপাশা চক্রবতী,সাদিয়া আফরিন,নুজহাত আরফিন,শাওন আহসানুর রহমান, মঈন মিশু,কবিউল আজিজ,রাজেশ রঞ্জন সরকার,রশিদ কামাল,মোঃ আসাদুজ্জামান হাসান মেহেদী প্রমূখ।

আগত অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) দেশের সরকারি ও বেসরকারি সব টেলিভিশন ও রেডিওর সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের প্লাটফর্ম।

অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার ছিলেন ই এন্ড ই অটোমোবাইলস্ ট্রেডিং এবং এ,সি,এফ ইন্টারন্যাশনাল কর্পোরেশন এর স্বত্বাধিকারী গাজী টিভির সিনিয়র সংবাদ পাঠিকা ও অল ব্রডকাস্টার’স কমিউনিটি (এবিসি)’র এডহক কমিটির সদস্য খালেদা আক্তার চৌধুরী লিজা ।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD