বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
নারাযণগঞ্জের খবরঃ সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন এর তৎপরতায় নজীরবিহীন দ্রুততম সময়ে চুরি যাওয়া শিশু মহিনা (২) কে উদ্ধার করা সম্ভব হলো। মঙ্গলবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় সাভারের জামসিং হাউজিং সোসাইটি থেকে অপহৃত শিশু মহিনা কে উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাত ২ টার দিকে সাভার পৌর এলাকার বেদেপাড়ায় জনৈক মামুন মিয়ার বাড়ি থেকে রানা মিয়ার ২ বছরের শিশু সন্তান মহিনা কে ঘুমন্ত অবস্থায় তার মায়ের পাশ থেকে অজ্ঞাত অপহরণকারী চক্র চুরি করে নিয়ে যায়।
শিশুটির বাবা সাভার মডেল থানায় শিশু সন্তান চুরির বিষয়ে অভিযোগ করলে, সেই সূত্রে এই সংক্রান্ত একটি প্রতিবেদন মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৬টায় জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজার সহ আরও কয়েকটি পোর্টালে প্রকাশিত হয়। এদিকে শিশু চুরির অভিযোগের ঘটনার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নেন এবং শিশুটিকে উদ্ধারে নামেন।
শিশুটিকে উদ্ধারের ব্যাপারে উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, “আমার নেতৃত্বে শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান পরিচালিত হলে অজ্ঞাত অপহরণকারী চক্র আমাদের তৎপরতায় একপর্যায়ে শিশুটিকে সাভারের জামসিং হাউজিং সোসাইটির মসজিদের পাশে ফেলে চলে যায়। পরে কুলসুম নামের এক পথচারী মহিলা ক্রন্দনরত শিশুটিকে দেখতে পেয়ে তার হেফাজতে রাখে এবং স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেয়। পরে আমরা ওখানে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসি এবং তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করি।”
তিনি আরও জানান, এই উদ্ধার কাজে তথ্য প্রযুক্তি সেট-আপ করা থাকলেও আমাদেরকে তা ব্যবহার করতে হয়নি। এর আগেই আমাদের তৎপরতায় অপহরণকারীরা বাচ্চাটিকে ফেলে যেতে বাধ্য হয়।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই চুরি কিংবা অপহরণের ব্যাপারে নির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করা না হলেও আমাদের সন্দেহের আওতায় বেশ কিছু বিষয় আছে যা তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply