নিজস্ব প্রতিবেদক
ফতুল্লায় ব্যাটারী চালিত চোরাই মিশুক সহ চার চোর কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইরের আব্দুর রহিমের বাড়ীর ভাড়াটিয়া মৃত সাবেদ আলীর পুত্র বদিুজ্জামান(৪০),জামতলার খোকনের বাড়ীর ভাড়াটিয়া মৃত গফুরের ছেলে শফিকুল(৩০),ঢাকার যাত্রাবাড়ী থানার মীর হাজরী বাগ চৌরাস্তার আলী আহম্মেদের বাড়ীর ভাড়াটিয়া মৃত হামিদুল ইসলামের পুত্র জহুরুল ইসলাম(২৮) ও জামতলা ধোপাপট্টির আব্দুর রশিদ ওরফে দুলাল(৫৫)।
থানা পুলিশ সুত্রে জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পঞ্চবটি মোড় হতে বাদী মোঃ জালাল (৪৪) এর ব্যাটারী চালিত মিশুক গাড়ীতে গ্রেফতারকৃত শফিকুল,জহুরুল ও বদিউজ্জামান পঞ্চবটি হতে শিয়াচর তক্কার মাঠ পেয়াবাগান যাওয়ার কথা বলে ১২০ টাকায় ভাড়া করে। মিশুক গাড়ী সহ রাত অনুমান দেড়টায় আসামীগণ শিয়াচর তক্কার মাঠ পেয়ারা বাগানস্থ নির্জন স্থানে পৌছালে আসামীগণ বাদীর গলায় ও মুখে গামছা পেচিয়ে মিশুক থামাতে বলে। বাদী মিশুক থামালে আসামীগণ বাদীর গলায় চাকু ধরে ভয়ভীতি প্রদর্শন করে মিশুক গাড়ী ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন সহ উক্ত এলাকায় টহলরত ফতুল্লা মডেল থানা পুলিশ আসামীদের গ্রেফতার করে।পরে তাদের স্বীকারোক্তি আব্দুর রশিদ ওরফে দুলালকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক গ্যারেজ থেকে তিনটি চোরাই মিশুক উদ্ধার করে।এ সময় তাদের নিকট থেকে ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় চোরাই মাল ক্রয় বিক্রয়ের অপরাধে মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply