মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: মাননীয় সাংসদ শামীম ওসমানের সহধর্মনী সালমাওসমান লিপি ওসমান, প্রযাত সাংসদ নাসিম ওসমাসের সহধর্মনী পারভীন ওসমানসহ করোনায় আক্রান্ত্র পরিবারের সদস্যদের জন্য নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক শাহ নিজাম ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ মোবারক হোসেনেরর উদ্যোগে ফতুল্লা রেল স্টেশন বাজার মসজিদ, প্লাটফর্ম জামে মসজিদ, দাপা জোরপুল কেন্দ্রী মসজিদ, দাপা বায়তুল আমান, বাহার আলী জামে মসজিদ, দাপা বায়তুল মামুর জামে মসজিদ, দাপা বায়তুল হামদ জামে মসজিদ, সেহাচর নুর জামে মসজিদ, সেহাচর নতুন মসজিদ, পিলকুনী কেন্দ্রীয় জামে মসজিদ, হাক্কানী রহমত মঞ্জুিল জামে মসজিদ, পিলকুনী মোল্লা বাড়ী জামে মসজিদ, পিলকুনী পশ্চিম পাড়া জামে মসজিদ, পিলকুনী হযরত বেলাল মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
এসময় মাননীয প্রধানমন্ত্রীর শেখ হাসিনা, সাংসদ শামীম ওসমানের দীঘায়ু কামনা, করোনায় এবং তল্লা মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply