বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সড়ক যানজট মুক্ত করে কথা রাখলেন নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
পবিত্র রমজান মাসে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে শহরকে যানজট মুক্ত রাখারা ঘোষণা দিয়েছিলেন তিনি।
পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তাঁদের মতে, পুলিশ পবিত্র রমজান মাসে এই উদ্যোগ না নিলে সীমাহীন ভোগান্তির শিকার হতো সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সিয়াম সাধনার মাস রমজানে যাত্রীদের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। এই সময়ে সঠিক সময়ে যাতায়াত ও গন্তব্যে পৌছানো নিশ্চিত করার জন্য কাজ করবে পুলিশ। তবে সারা বছরই সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ।
Leave a Reply