রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিন চিকিৎসা নেয়ার পর ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি৷ তার এ প্রস্থান শোকের সাগরে যেন ভাসিয়ে দিয়েছে সিনেমাপ্রেমীদের, দেশের সংস্কৃতি অনুরাগীদের৷
শাবানা ও কবরী; দীর্ঘদিনের সহকর্মী ছিলেন এই দুই নায়িকা। ছিলেন একে অন্যের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীও৷ নায়ক রাজ্জাকের সঙ্গে দুজনের জুটি হওয়া নিয়েও কঠিন প্রতিযোগিতা হয়েছে। তবু পর্দার বাইরে দুজনে ভালো বন্ধুও ছিলেন৷ একে অন্যের কাজের সমালোচক ছিলেন।
কবরীর মৃত্যুর খবর শুনেছেন আমেরিকায় স্থায়ী হওয়া অভিনেত্রী শাবানাও৷ শুনেই কেঁদে উঠলেন৷ কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরী একজনই হয়….!’ এমন তথ্যই জানালেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর৷
তিনি ফেসবুকে লিখেছেন, ‘কবরী আপুর মৃত্যুর কথা যখন শাবানাজিকে বললাম তিনি অনেকক্ষণ কোনো কথা বলেননি। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরী একজনই হয়।’ লিজেন্ডদের প্রতি লিজেন্ডদের অসাধারণ রেসপেক্ট।’
Leave a Reply