June 7, 2023, 5:52 am
ডেস্ক নিউজঃ বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, মঙ্গলবার হেনরী স্বপনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়। কবি হেনরীর বিরুদ্ধে মামলাটি করেন বরিশাল নগরীর উদয়ন স্কুল সংলগ্ন ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স ল্যাকা ডালিয়ে গোমেজ। ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয় উল্লেখ করা হয়েছে।
বরিশাল কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদি হাসান বলেন, সম্প্রতি শ্রীলঙ্কায় বোমা হামলার বিষয় নিয়ে হেনরী স্বপন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন।
তিনি বলেন, আমি মনে করি তিনি একটি যৌক্তিক বিষয় নিয়ে লিখেছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। হেনরী স্বপনের সহকর্মীরা জানান, মঙ্গলবার সাদা পোশাকধারীরা হেনরী স্বপনকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। তাকে গ্রেফতার নিয়েও লুকোচুরি করে পুলিশ। এদিকে কবি হেনরী স্বপনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
Leave a Reply