মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
বন্ধু এসআই (সশস্ত্র) জনাব মোঃ আবু সাঈদ রেঞ্জ রিজার্ভ ফোর্স, ঢাকায় কর্মরত। সে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে রাজারবাগ ট্রাফিক ব্যারাকে আইসোলেশনে আছে। খবরটা পেয়েছি গতকাল রাতে। অতিশয় বিনয়ী ও প্রাণখোলা বন্ধুটার অসুখের কথা শুনে মুহূর্তেই তাকে ফোন করে শারীরিক অবস্থা সহ আনুসংগিক খবরাখবর নেই। অভয় দেই, মনে জোর রাখতে বলি এবং যে কোন প্রয়োজনে আমাকে জানাতে বলি।আরেক করোনা যোদ্ধা এসআই মজিবর চাচার মৃত্যু বরন সংক্রান্তেও কথা হলো। তাকে খুবই বিচলিত মনে হলো। বাল্য বন্ধুটার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠলো।সারাদিন কোন ফুরসৎ পাইনি। আর তাই অদ্য ২১/০৫/২০ খ্রি: ০০:১৫ ঘটিকায় রাত্রীকালিন ডিউটি তদারকির এক ফাঁকে অবিচল মন নিয়ে গেলাম এগিয়ে আমার অসহায় বন্ধুটার দিকে। মুষলধারে বৃষ্টি আর দমকা হাওয়া উপেক্ষা করে ট্রাফিক ব্যারাকের নীচে গিয়ে সাঈদকে ফোন করতেই ছাতা মাথায় দিয়ে চলে আসলো সামনে। দেখলাম তার সংশয়ভরা মন, ছলোছলো দুচোখ, সত্যিই আমি এসেছি? আবেকতাড়িত কন্ঠে তাকে বলতে শুনেছি, “তুমি এসেছো, আমার অসুখ অর্ধেক ভালো হয়ে গেছে।” প্রকৃতিক বিরূপ আচরনের কারনে উভয়েরই মাথায় ছাতা ছিল।বেশ কয়েক মিনিট কথা হলো দুই বন্ধুর মধ্যে। কথা দিলাম- বন্ধু তুমি একা নও, পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ্। সবাই দোআ করি মহান আল্লাহতায়ালা যেন প্রথম সারির বীর এই করোনা যোদ্ধাকে শীঘ্রই সুস্থতা দান করেন এবং মা মাটি ও মানুষের ভালোবাসায় সিক্ত অকৃত্রিম আমার সহযোদ্ধাকে আবারো দেশ সেবায় অংশগ্রহণ করার সুযোগ ও সামর্থ্য দান করেন। আমিন।(ফতল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনেের ফেইসবুক থেকে নেয়া)
Leave a Reply