রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সির মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনা মুক্ত হয়েছেন। দীর্ঘ ১৫ দিন পর করোনামুক্ত হলেন এই করোনাযোদ্ধা। তারস্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনিও সুস্থ আছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েও নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ। পুরোপুরি সুস্থ না হয়ে ঢাকার স্কয়ার হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি। পাশাপাশি বাসায় বসে করোনাযুদ্ধে গঠিত টিম দিয়ে মানবসেবা করে গেছেন। মরদেহ দাফন থেকে শুরু করে সব ধরনের সেবা দিচ্ছেন করোনাবীর খোরশেদ। তার পাশাপাশি তার নির্বাচনী এলাকার জনগণের জন্য ভর্তুকি দিয়ে খাদ্য বিক্রিসহ বিনামূল্যে সবজি বিতরণ করছেন।
Leave a Reply