বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

কাউন্সিলর বাবুর ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৭ নং ওয়াডে মোট ভোটার সংখ্যা ১৯ হাজারের মধ্যে কাউন্সিলর মোঃ আব্দুল করিম বাবু সরকারীভাবে ত্রান সামগ্রী পেয়েছেন সরকারীভাবে ৮৪২ প্যাকেট। যা জনপ্রতি ১০ কেজি চাউল ও ১কেজি ডাল।
তবে ১৭ নং ওয়াড কাউন্সিলর মোঃ আব্দুল করিম বাবু ব্যক্তিগতভাবে চাউল,  ডাল এর সাথে আলু, পিয়াজ, আটা ও তৈল যুক্ত করে ৮৪২ পরিবারের মাঝে বিতরন করেন। এ ছাড়া তিনি ব্যক্তিগতভাবে প্রকাশ্যে গোপনে এবং হটলাইনের মাধ্যমে বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন বলে তিনি জানান। তিনি আরো গব করে বলেন নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের অধীনে ২৭ টি ওয়াড রয়েছে তার মধ্যে সব প্রথম আমি গতকাল ২৯ এপ্রিল ২০০ রেশন কাড পেয়েছি ওয়াডবাসীর জন্য। এ ছাড়া নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এর ত্রান তহবিল হিসেবে ৫০০ জনের বিকাশ নাম্বার দেয়া হয়েছে যারা জন প্রতি ৯ শত টাকা করে পাবেন। আগামীকাল সরকারীভাবে ৩ হাজার  এবং আমি ব্যক্তিগতভাবে ৩ শত মোট ৩ হাজার ৩ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করবেন বলে কাউন্সিলর মোঃ আব্দুল করিম বাবু জানান। বিতরনকালে সহযোগী হিসেবে স্বেচ্ছাসেবী কমীরাও গুরুত্বপূণ ভূমিকা পালন করছেন বলে তিনি জানান। জনগনকে বিভিন্নভাবে সচেতনমূলক কমকান্ড,  হ্যান্ড ওয়াশ করার ব্যবস্থা সহ ওয়াডবাসীর মাঝে মাস্ক বিতরন করেছেন তিনি। তিনি আরে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সকল কাযক্রম ধারাবাহিকতাভাবে চলবে।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD