শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা(আজকের নারায়নগঞ্জ): মাহে রমজানের রহমতের তৃতীয় দিনে স্বেচ্ছাসেবী সংগঠন মালেক সংসদের প্রতিষ্ঠাতা ও মানবতার ফেরিওয়ালা ও যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে দুইশত রোজাদার অসহায়-দুস্থ রিক্সা চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৬ এপ্রিল) বাদ আসর আদর্শনগর-মুন্সীবাগ এলাকায় গরীব-দুঃখী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
এসময় মালেক সংসদের প্রতিষ্ঠাতা ও যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সি বলেন, করোনাভাইরাস এর প্রভাব বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে লকডাউন চলছে আর এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া দিনমজুর তাই তাদের কথা চিন্তা করে সেই সকল মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছি। সবসময় চেষ্টা করি এসকল খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে। সমাজে বিত্তশালীদের প্রতি আমার অনুরোধ থাকবে আসুন সবাই এই সকল মানুষদের পাশে দাঁড়াই যাতে করে তারা তাদের পরিবার নিয়ে দু মুঠো আহার গ্রহণ করতে পারে। আমি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব এসকল গরীব অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে আপনারা আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply