বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজঃ কুমিল্লা আদালতে বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসিামির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এ ঘটনা ঘটে। নিহত আসামি ফারুক কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। সে একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘাতক হাসান লাকসাম উপজেলার শহীদুল্লাহর ছেলে। হত্যাকারী ও নিহত যুবক দুজনে সম্পর্কে মামাত ফুপাত ভাই বলে জানা গেছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এজলাস চলাকালীন সময়ে বিচারকের খাস কামড়ায় এঘটনা ঘটে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত হত্যা মামলায় স্বাক্ষী প্রদানকালে ওই মামলার জামিনে থাকা আসামী হাসান অন্য আসামী ফারুককে দৌড়ে ধাওয়া করে আদালত এজলাসে ঢুকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে আসামি ফারুক মারা যায়। ঘাতক হাসানকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা আদালতে মনোহরগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ২৬ আগষ্ট সংঘটিত হত্যা মামলায় ( মামলা নং-১৩) আসামিদ্বয় হাসান ও ফারুক হাজিরা দিতে আসলে আসামি হাসান বিজ্ঞ বিচারকের এজলাসের খাস কামড়ায় অপর আসামি ফারুককে ছুরিকাঘাত করলে গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসানকে ঘটনাস্থল থেকেই কোর্ট পুলিশের সহায়তায় আটক করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের পিপি নুরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের এজলাসে বিচারকের সামনে যুবককে খুনের ঘটনার পরেই আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্ন ওঠে আদালতের নিরাপত্তা নিয়ে। ঘটনার পরপরই খুনে ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও ডিআইও-১ মাহবুব মোর্শেদসহ ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply