বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
আবদুর রহিম
কেন্দ্রীয় মূল্যায়নে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দুই নেতাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্বশীল পদসহ সদস্য পদে রয়েছে জেলার একাধিক নেতা। কিন্তু কেন্দ্রীয় মূল্যায়নে পিছিয়ে রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। যদিও নারায়ণগঞ্জকে বলা আওয়ামী লীগের জন্মস্থান। কিন্তু সেভাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মূল্যায়ন করেনি কেন্দ্র। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের আক্ষেপের অন্ত নেই। তবে আসন্ন আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে জেলা বেশ কিছু নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাবে বলে আলোচনা চলছে। অনেক নেতা নতুন কমিটিতে স্থান পাবে বলেও আশাবাদী। তবে অপেক্ষায় থাকতে আরো কিছু দিন। তবে কেন্দ্রীয় রাজনীতিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বরাবরই উপেক্ষিত। এ নিয়ে নারায়ণগঞ্জের নেতাদের মধ্যে ক্ষোভ থাকলেও প্রকাশ্যে কিছু বলার নেই।
তথ্যমতে, নারায়ণগঞ্জে জাতীয় পার্টি সমর্থিত দুই এমপি সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা। এই দুই নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছে। এই দুই নেতাকে মূল্যায়নের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জাতীয় পার্টিকে মূল্যায়ন করা হয়েছে। আর এ কারণে নারায়ণগঞ্জ জাতীয় পার্টি নতুন করে প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা। এই দুই নেতাকে জাতীয় পার্টিতে মূল্যায় করায় নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ¡াস দেখা দিয়েছে। নেতাকর্মীদের দাবি, এই দুই নেতা এবার জেলা জাতীয় পার্টিকে চাঙ্গা করতে আরো বেশী তৎপর হবেন।
এদিকে, কেন্দ্রীয় মূল্যায়নে নারায়ণগঞ্জ বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের চেয়েও বেশী এগিয়ে রয়েছে। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকে কেন্দ্রীয় পদ দেয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী কমিটিরে একাধিক দায়িত্বশীর পদে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা। এছাড়া নির্বাহী কমিটির একাধিক সদস্য পদেও নারায়ণগঞ্জের নেতাদের রাখা হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ। এই জেলায় বসেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। কিন্তু জন্মের পর থেকে দিনে দিনে নারায়ণগঞ্জের নেতাদের মূল্যায়ন কমে। প্রয়াত নাজমা রহমানের পর কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে তেমন কোন নেতাকে দেখা যায়নি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব দেয়ার মতো নারায়ণগঞ্জে অনেকে থাকলেও কেন এবং কী কারণে তাদের কেন্দ্রীয় কমিটিতে রাখা হচ্ছে না এ নিয়ে তৃনমূলে নানা প্রশ্ন রয়েছে। তবে এবারের কমিটিতে নারায়ণগঞ্জের একাধিক নেতা স্থান পাবে এমন গুঞ্জন সর্ব মহলে চাউর হলেও অপেক্ষা করতে হবে আগামী কাউন্সিল পর্যন্ত। তবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে সাংগঠনিক শক্তিতে বলিয়া এমন নেতাদের কেন্দ্রীয় কমিটিতে রাখা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষক মহল।
Leave a Reply