শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচন৷ চায়ের দোকান থেকে শুরু করে ঘরের অন্দরমহল- সর্বত্রই এখন নির্বাচনী আলোচনায় সরগরম৷ প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ৷ ফতুল্লার বুড়িগঙ্গা নদীর ওপারেই অবস্থিত কোন্ডা ইউনিয়েন ৫ নং ওয়ার্ড কাওডাইল এলাকা। আর নির্বাচনী উৎসবে যেন বাড়তি আমেজ যোগ করেছেন কোন্ডা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুর মোহাম্মদ পলাশ।
এলাকাবাসী জানান, একের পর এক বিশালাকারের শোডাউন করে তাক লাগিয়ে দিচ্ছেন বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ পলাশ।আসন্ন নির্বাচনে ও তিনি প্রার্থী হয়েছেনে। তার নির্বাচনী প্রচারনাগুলো রুপ নিয়েছিলো জনসমাবেশে। সাধারণ গৃহিণীরাও নিজেদের তাড়না থেকেই নেমে পড়েছেন পলাশের পক্ষে ভোট প্রার্থনা করতে। নির্বাচনী প্রচারনার শেষ দিন ছিলো শুক্রবার। সেদিন পলাশ সহ অপর সকল মেম্বার প্রার্থীরা নিজ নিজ সমর্থক নিয়ে মিছিল করে শেষ প্রচারনা চালায়। এলাকাবাসীর উপস্থিতিতে সেই মিছিল সকলকে তাক লাগিয়ে দেয়। আর তাই স্থানীয়বাসী মনে করছেন গত বারের ন্যায় এবরো জয়ের মালা পলাশের গলাতেই শোভা পাবে।
Leave a Reply