মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি কোন পথে যাচ্ছে এমন প্রশ্ন দলটির সাধারণ নেতাকর্মীদের। গত কয়েক মাসের কর্মকান্ডে নেতাকর্মীদের মধ্যে এমন প্রশ্ন দেখা দিয়েছে। দলকে সাংগঠনিক ভাবে চাঙা রাখতে গিয়ে মািনাসের ছট আঁকছে দলের একটি পক্ষ এমন অভিযোগ বিএনপির তৃনমূলের। মাইনাস ফরমুলার বিষয়টি অনেকটা পরিস্কার হয়ে উঠেছে। দলের দীর্ঘদিনের নেতাদের কমিটি থেকে বাদ দিয়ে নব্য,হাইব্রিড এবং আওয়ামী ঘেঁষাদের প্রাধান্য দিয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। আর এসব বিষয় নিয়ে দলের নেতারা ভিন্ন পন্থায় প্রতিবাদ,ক্ষোভ জানাচ্ছেন। আর এসব করতে গিয়েি বিএনপির বিরোধ সর্ব মহলে দৃশ্যমান। সূত্র জানায়, নারায়ণগঞ্জ বিএনপিতে একটি পক্ষ একক নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন। ঐ পক্ষকে পর্দার আড়াল থেকে পরিচালনা করছেন একাধিক নেতা। এসব নেতাদের আগামী দিনের পথ পরিস্কার রাখতেই মাইনাস ফরমুলা নিয়ে এগুচ্ছে জেলা বিএনপির আহবায়ক কমিটির একাধিক শীর্ষ নেতা। আর এসব করতে গিয়ে বিএনপিকে সংগঠিত ভাবে দূর্বল করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের। জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে। সবাই অভিযোগের আঙুল জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের দিকে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, মামুন মাহমুদ যুবদলের দায়িত্বে থাকাকালীন সময়ও নানা বিতর্কের জন্ম দিয়েছেন। জেলা বিএনপির সদস্য সচিব হয়েও বিতর্ক সৃষ্টি করছেন। বিএনপির একাধিক সূত্র জানায়, জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে নারায়ণগঞ্জ বিএনপিতে বিরোধ বৃদ্ধি পেয়েছে। আন্দোলন সংগ্রাম ছিলনা এমন নেতারা এসে ত্যাগী নেতাদের কোনঠাসা করতে কাজ করছে। ফলে দলের মধ্যকার দ্বন্দ্ব দ্বিগুণ হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে যদি ভূল করে, তা হলে আগামীতে এর খেসারত দিতে হবে।
Leave a Reply