বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেছেন, খেলাধুলা মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে। বর্তমান প্রজন্মকে অপরাধ মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। গত শুক্রবার রাতে ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ীর মোড়ে মুজিববর্ষ ব্যাটমিন্টন ট‚র্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশ আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশের তালিকায় আমাদের দেশের নাম অর্ন্তভুক্ত হয়েছে। এর কৃতীত্ব জননেত্রী শেখ হাসিনার। আমদের দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে আমাদের বর্তমান প্রজন্মকে কাজ করতে হবে। এ জন্য আমাদের বর্তমান প্রজন্মকে নেশামুক্ত, অপরাধমুক্ত থেকে দেশ গঠনে কাজ করতে হবে। দেশের স্বার্থে এগিয়ে আসতে হব।
স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম বাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক মো: সেলিম হোসেন, নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহারের সভাপতি সিন্দু রাজ হংসি, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো: হাবিবু কবির হাবিব, ওমর ফারুক, মো: সাদেক, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হাসমত আলী, রওনক বাবু, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ,সৈয়দ মো: সুমন,ফরিদ আহমেদ টিটু প্রমুখ।
Leave a Reply