বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সোনারগা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার হরিহরদি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দাবীকৃত চাঁদা না পেয়ে ড্রেজার শ্রমিকদের উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে স্থানীয় চিিহ্নত সন্ত্রাসী ও চাঁদাবাজরা। এ বিষয়ে বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও ড্রেজার শ্রমিকরা জানান, হরিহরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সামান্য বৃষ্টি হলেই হাটু পরিমান পানি জমে জায়। এতে শিক্ষার্থীদের হাটা চলা ও খেলা ধুলার জন্য মারাত্বক সমস্যা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিচু মাঠটি বালু ভরাট করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হরিহরদি এলাকার চিিহ্নত সন্ত্রাসী ও চাঁদাবাজ এমদাদুল হক ও আজিজুল ইসলাম বালু ভরাটে বাধা দেয়। বালু ভরাট করার জন্য তারা পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসী এমদাদুল হক, আজিজুল ইসলাম, শাকিল মিয়া, ওবায়দুল হোসেন, শারুক মিয়া, কবির হোসেন, সাখাওয়াত হোসেন সহ ২০/২৫জনের একদল সন্ত্রাসী বাহিনী শাবল, ছোড়া, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজার শ্রমিক ইয়াজুল ইসলাম, আওলাদ হোসেন ও জাহাঙ্গীর মিয়াকে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করেন। মারাত্বক আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের বালু ভরাটের কাজে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী এমদাদুল হক ও আজিজুল ইসলাম ও তার বাহিনির সদস্যরা ড্রেজার শ্রমিকদেরকে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। বিষয়টি অত্যান্ত দু:খ জনক। অভিলম্বে এলাকার চিিহ্নত সন্ত্রাসী ও চাঁদাবাজদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
সোনারগা থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply