মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রদুভার্ব শুরুর পর থেকে প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশী কর্মকর্তা সমাজের অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষকে এই ভাইরাসের হাত থেকে রক্ষা করতে নিজেদের জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছেন। কোন বাঁধাই তাদের এ কাজ থেকে বিরত রাখতে পারছে না।
করোনা ভাইরাসের প্রদুভার্বের মধ্যে কাজ করতে গিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু তারপরও থেমে নেই তারা। ইতোমধ্যে জেলা প্রশানের বেশ কিছু র্শীষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়েছেন। তবে বেশীর ভাগ এখনো অসুস্থ। কিন্তু এতো কিছুর পরও তাদের মনোবল ঠিক রেখে সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক বলেন, সদরের ৭টি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে দেয়া এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে ত্রান পৌছে দিয়েছি। এছাড়া ৫০৩টি পরিবারে শিশু খাদ্য গুড়ো দুধ, সুজি, চিনি পৌছে দিয়েছি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান কার্যক্রম অব্যাহত রয়েছে।
মেজর আব্দুল্লাহ আল ফরহাদ বলেন, গত এক মাসেরও বেশি সময় ধরে সিভিল প্রশাসনের সাথে থেকে করোনা ভাইরাস বিষয়ে জনগনকে সচেতন করেছি। এখন যারা ত্রাণ পায়নি তাদের খোজ খবর নিয়ে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন (পিপিএম) জানান, র্যাব সব সময় মানুষের কল্যানে কাজ করছে। এ দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই ঝুঁকি যেনেও আমরা পিছপা হচ্ছি না। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমরা মানবিক দিক বিবেচনা করেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের সমর্থ অনুযায়ী সহযোগীতা অব্যাহত রাখবো।
Leave a Reply