রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসতে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকাররা। সোমবার (১৩ জুলাই) শহরেরর চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে হকারদের সাথে আলাপ-আলোচনার পর হকাররা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি রহিম মুন্সি বলেন, “আগে হকারদের পুনর্বাসন করুন না হলে হকারদের উচ্ছেদ করা যাবে না। পুনর্বাসন না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু সড়কেই বসতে দিতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে পুনর্বাসনের কথা জানিয়ে আসছি কিন্তু আশ্বাস ছাড়া কোনো সমাধান পাচ্ছি না।” এসময় হকাররা শহরের বঙ্গবন্ধু সড়কে বসতে দেওয়া ও পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসতে দেওয়ার দাবিতে হকাররা রাস্তা আটকে অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হকারদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।
Leave a Reply