রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, চিকিৎসা সেবায় উন্নত দেশের মত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফলে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হওয়ার দিকেও এগিয়ে যাচ্ছে।
গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ডিকেএমসি হাসপাতাল লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এসময় দেশের সব বেসরকারী হাসপাতাল গুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।
মন্ত্রী আরো বলেন ,বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশের মানুষ ঠিকমত স্বাস্থ্য সেবা পায়নি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য সেবা জনগনের হাতের নাগালে পৌছে দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার ও উক্ত হাসপাতালের উপদেষ্টা এম এ কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা সিটি করপোরেশনের সিইও মোহাম্মদ আব্দুল হাই, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দুলাল চন্দ্র সাহা, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া,বিশষ্ট কলামিস্ট,গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম,ু গাউছিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ডিকেএমসি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মিসেস সালমা পারভীন, নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, পরিচালক শামসুল আলম প্রমুখ।
Leave a Reply