নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তরুণ সমাজ সেবক সায়েম আহমেদকে চায় স্থানীয়রা। বিগত দিনে আলীরটেকবাসীর পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রমের ফলে সাধারণ ভোটাররা সায়েমকেই চাচ্ছেন। বর্তমাণ এবং সাবেক চেয়ারম্যানদের কাছে না পাওয়ায় এলাকাবাসী পরিবর্তন চাচ্ছেন। এ ক্ষেত্রে সায়েমের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে।
স্থানীয়বাসীন্দারা জানায়, বিগত দিনে সায়েম আহমেদ আলীরটেকবাসী পাশে থেকে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে সায়েমই সর্বপ্রথম আলীরটেকবাসীর পাশে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে ছুটে গেছেন। সাধ্যমতো মানুষকে সহযোগিতা করেছেন। এলাকাবাসীর মতে, যাকে আমরা সুখে দুঃখে কাছো পাই, এমন মানুষকেই আগামীতে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলীরটেকে চেয়ারম্যান প্রার্থী সায়েম একাধিক স্থানে কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বর্তমাণ চেয়ারম্যান আওয়ামী লীগের হওয়া সত্বেও তিনি ইউপি কার্যালয়ে ফটোশেসনেই নিজেকে সীমাবদ্ধ রাখেন। শোক দিবসে সাবেক চেয়ারম্যান জাকির হোসেনেরও দেখা পায়নি আলীরটেক ইউনিয়নের বাসিন্দারা। ফলে স্বাধীনতার পক্ষের সৈনিক, তরুণ সমাজ সেবক সায়েমকে আগামীতে চেয়ারম্যান হিসেবে চাচ্ছেন আলীরটেকের বাসিন্দারা।
Leave a Reply