শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনসহ মাদক,সন্ত্রাসীসহ নানা অপকর্মে জড়িত একটি অংশ।
‘কোটা বিরোধী আন্দোলনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু নাশকতাকারীদের ৫লাখ টাকা দিয়েছেন’ কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দীনের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
মঙ্গলবার(২৯ জুলাই) রাতে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জসিম উদ্দিনের বিস্ফোরক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে চেয়ারম্যান সেন্টু বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিনকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে, সমাণ দিতে না পারলে তাঁর বিরুদ্ধে দলের হাইকমান্ডের কাছে অভিযোগ দায়ের করবেন এবং আইনগত ব্যবস্থা নিবেন।
সেন্টু জানান, আমি কোরবানির ঈদের পর দেশের বাইরে ছিলাম, ২৪দিন বাইরে থেকে গত ১৭ জুলাই দেশে ফিরে আসি।দেশে এতো কিছু হচ্ছে তা আমি নিজেও পুরোপুরি জানতাম না। কিন্তু জসিম উদ্দিন আমাকে রাজনৈতিক, সামাজিক ভাবে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং কাটো দ্বারা প্রভাবিত হয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। আমি তার মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
Leave a Reply