বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
জাহাঙ্গীর হোসেনঃ বগুড়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম (বোজাফ) এর আয়োজনে মানববন্ধনটি সঞ্চালনা করেন বোজাফ এর সহ সভাপতি সোনিয়া দেওয়ান প্রীতি।
এসময় উপস্থিত ছিলেন বোজাফ এর মহাসচিব রেজাউল ইসলাম রাজু, বিশিষ্ট কলামিস্ট ও অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, অনলাইন প্রেস ইউনিটির চেয়ারম্যান এরশাদুল হক দুলাল, সাপ্তাহিক এর সিনিয়র ফটো জার্নালিস্ট কাজী তাইফুর, সাপ্তাহিক ক্রাইম পেট্রল এর বিশেষ প্রতিনিধি মো. মিজানুর রহমান বিভিন্নসাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনেে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন- পল্লীবিদ্যুতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে করা রিপোর্টের ২য় পর্বের জন্য সংবাদ সংগ্রহ করতে গেলে গত ২ ডিসেম্বর দুপুরে বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘মোহনা টিভি’র সাংবাদিক আতিক রহমান, সময় টিভির ক্যামেরা পার্সন রবিউল ইসলাম ও সিএনআই’এর বগুড়া জেলা প্রতিনিধির উপর বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মোকাম তলা জোনাল অফিসের ডিজিএম, এজিএম ও তাদের ইশারায় উচ্ছৃঙ্খল লোকজন সাংবাদিকদের উপর অতর্কিতে হামলা চালায় এবং এসময় তারা সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচূড় করে। তারা হুশিয়ারি দিয়ে বলেন- তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটে, তাহলে আমরাও থেমে থাকব না। আমাদের কলম তাদের দুর্নীতির বিরুদ্ধে আরো তীব্র গতিতে চলবে। এসময় তারা পল্লী বিদ্যুৎ বোর্ডের বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরেন এবং অভিযুক্ত কর্মকর্তাদের যথাযোগ্য শাস্তি দাবি করেন।
Leave a Reply