শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশ বলেছেন, জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে বাঙ্গালী জাতীকে নেতৃত্ব শূল্য করার চক্রান্ত করেছিল ষড়যন্ত্রকারীরা। জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি।
মঙ্গলবার দুপুরে পাগলা বাজার এলাকায়া জাতীয় শ্রমিক লীগের ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক এস এম হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক কারণ ছিল। শুধু বিপথগামী সেনা সদস্যই নয়, এর পেছনে আরো বড় ষড়যন্ত্র ছিল।
কারাবিধি লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় কারাগারে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তখন কারা কর্তৃপক্ষের কী ধরনের ভূমিকা ছিল, সেটিও তদন্ত করে দেখা উচিত।
সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস ওয়ার্কার্স এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা লোড-আনলোডের সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক হোসেন আকন, পাগলা শাখার সহ সভাপতি আব্দুল করিম তাপু, সাধারন সম্পাদক জজ মিয়া প্রমুখ।
Leave a Reply