বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ শহরের দেওভোগে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণাধীন শেখ রাসেল নগর পার্কের কাজ বন্ধ করে দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে পার্ক পরিদর্শন শেষে কাজ বন্ধের নির্দেশ দেন রেলমন্ত্রী। এ সময় রেলমন্ত্রীর নির্দেশে পার্কে কর্মরত ২১ জন শ্রমিককে আটক করে পুলিশ। পরে যাচাই-বাচাই করে ১৯ জনকে ছেড়ে দিয়ে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এই সম্পত্তির মালিক রেলওয়ে। এখানে অন্য কেউ পার্ক করতে কিংবা জমি নিতে চাইলেই পারে না, নিয়ম-কানুন আছে। অবশ্যই সেটা মানতে হবে। রেলের জায়গা আমাদের হাতে রাখতে যা করা দরকার আমরা করব। কিন্তু রেলের জায়গায় গায়ের জোরে কাউকে কিছু নির্মাণ করতে দেয়া হবে না।
তিনি বলেন, আমাদের জমি কাউকে অবৈধভাবে দখল করতে দেয়া হবে না। রেলওয়ের সকল অবৈধ জায়গাগুলো উদ্ধার করে রেলওয়ের নিয়ন্ত্রনে আনা হবে।
এর আগে রেলওয়ের দখলকৃত জায়গা পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন রেলমন্ত্রী। সেখানে থাকা রেলওয়ের স্টাফ কোয়ার্টার ভেঙে ফেলায় চরম ক্ষুব্ধ হন তিনি। পরে পার্ক নির্মাণকাজ বন্ধ করে দেন মন্ত্রী। তাৎক্ষণিক ২১ জনকে আটক করা হলেও পরবর্তীতে ১৯ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে সিটি মেয়রের সঙ্গে কথা বলেন।
Leave a Reply