প্রতিনিধি, নারায়ণগঞ্জ
রূপগঞ্জের একটি মসজিদে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মমিনুলসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ৷
শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন এলাকার মসজিদে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে আটক করেছে। তাদের মধ্যে জামাতের নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন৷
পুলিশের ভাষ্য, গতরাতে এশার নামাজের সময় ওই মসজিদে একটি সাংগঠনিক বৈঠক বসেছিল৷ নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে আটক করা হয়৷
পুলিশ কর্মকর্তা চাউলাউ মারমা বলেন, যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply