শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
আবদুর রহিমঃ সংঘাতে জড়িয়ে পরেছে বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সংঘাতের আশঙ্কা করলেও শেষ পর্যন্ত সংঘাতে জড়িয়ে পরেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। শনিবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা সংঘাতে জড়িয়ে পরেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কসহ দলের প্রায় ৫/জন নেতাকর্মী আহত হয়েছেন। নেতাকর্মীদের দাবি, জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি বিতর্কীত। এরা টাকার বিনিময়ে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীঘেষা পরিবারের সদস্যদের দিয়ে কমিটি গঠন করতে চায়। এছাড়া জেলার প্রতিটি থানা এলাকায় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কীতদের দিয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। আর এ কারণেই জেলা বিএনপিতে সংঘাত বেড়েই চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ বিএনপিতে আধিপত্যের যে খেলা শুরু হয়েছে, এ অবস্থা চলমান থাকলে বিএনপির সামনের দিন আরো ভয়াবহ অবস্থা হবে। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপির বর্তমান আহবায়ক কমিটি গঠনের পর থেকেই নানা বিতর্ক দেখা দিয়েছে। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদী, হাইব্রীডদের বেশী প্রাধান্য দিতে গিয়ে দলের মথ্যে মতনৈক্য দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটিকে বয়কট করে নানা কর্মসূচিও পালন করেছেন। সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ, কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। এছাড়া জেলা বিএনপির বেশ কয়েকজন নেতার কুশপত্তলিকা দাহ করেও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু, এতো কিছুর পর কোন কাজ না হওয়ায় এখন সংঘাতের পথে হাটছেন বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। ইতোমধ্যে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মসূচিতে নানা মতবিরোধ দেখা দিয়েছে। একাধিক ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে শনিবারই তৃনমূলের নেতাকর্মীরা তাদের বিদ্রোহের প্রকাশ দেখিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে নতুন বার্তা দিয়েছেন। ফলে আগামীতে জেলা বিএনপি থানা সম্মেলন করা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং ব্যাপারে হয়ে দাড়িয়েছে। আগামী জেলা থানা,পৌর কমিটি গঠন করতে গেলে সংঘাত দেখা দিতে পারে এমন ইঙ্গিত দিয়েছে জেলা বিএনপি একাধিক সূত্র। অন্যদিকে, থানা,পৌর কমিটি গঠনে এমন বাধা আসলে জেলা বিএনপির আহবায়ক কমিটি ভিন্ন পথে হাটতে পারেন। সম্মেলন ছাড়া পকেট কমিটি দিয়ে দায়িত্ব শেষ করতে পারেন নেতারা। ফলে আগামী দিনে জেলা বিএনপির রাজনীতি ভয়াবহ রুপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষক মহল।
Leave a Reply