বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লায় লেবাস পাল্টানো তোফাজ্জল ওরফে ডাকাত তুজুক তিন সহোযোগি সহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটায় পাগলা নন্দলালপুর নাগকাটা বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো তোফাজ্জল ওরফে ডাকাত তুজু(৩২),রনি ওরফে পেচা রনি(৩০), নাদিম(২৯) ও হাসান(৩০)।
থানা পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস, আই মোফাজ্জল করিম সংঙ্গীয় ফোর্স সহ পাগলা নন্দলালপুরের নাগকাটা বাড়ী এলাকায় অবস্থিত শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রনি ওরফে পেচা রনির বাসায় অভিযান চালিয়ে ডাকাত তুজু,পেচা রনি,নাদিম ও হাসান কে গ্রেফতার করে।এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডিল (৫২ পিছ) তাস ও নগদ পাচ হাজার দুইশত (৫২০০ টাক) টাকা উদ্বার করে পুলিশ। স্থানীয়রা জানায়,গ্রেফতারকৃতরা এলাকায় চুরি,ছিনতাই,মাদক ব্যবসা,নারী দিয়ে ব্ল্যাক মেইলিং সহ সমাজ বিরোধী নানা অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে।
Leave a Reply