নারায়ণগঞ্জের খবরঃ
বিএনপির মহাসমাবেশে অংশ নিয়ে স্ট্রোক করে মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেনের। মিছিলের প্রথম সাড়িতে ছিলেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় নয়াপল্টনের কাছে ফকিরাপুলে মিছিলের সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
টিপু জানায়, মিছিলের অগ্রভাগে ছিলেন মাহমুদ হোসেন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার বাসিন্দা।
Leave a Reply