November 30, 2023, 8:24 am
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের অতিঃ পুলিশ মহাপরিদর্শক (অপরাধ) আবুল কালাম সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেন। বুধবার বেলা ১২টায় তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নবনির্মিত ভবনে আসেন। এসময় তিনি থানা কমপাউন্ডটি পুরো ঘুরে ঘুরে দেখেন। মূলত নিয়মিত পরিদর্শণের অংশ হিসেবেই তিনি বৃহস্পতিবার পরিদর্শনে আসেন বলে জানা যায় সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে।
এই দিন তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাড়াও সোনারগাঁ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ও পরিদর্শন করেন বলে জানা যায়। এসময় তিনি সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এবং থানা পুলিশের কর্মকান্ডের প্রতি কিছু দিক নির্দেশনাও প্রদান করেন।
এছাড়াও তিনি এসময় পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের প্রতি আরো বেশি নজরদারির কথাও বলেন বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণঞ্জ জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার অপরাধ (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ ক-সার্কেলের অতিঃ পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজ, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) জসিম উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও অন্যান্য পুলিশ সদস্যগন।
Leave a Reply