June 7, 2023, 4:57 am
নারায়ণগঞ্জের খবরঃ ঢাকা সিটি নির্বাচনে তাপস-আতিকুল জয়ী হবেন মন্তব্য করে সাংসদ শামীম ওসমান বলেছেন, ঢাকা ২ সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তিরা ঐক্যবদ্ধ হচ্ছে। নির্বচনকে প্রশ্নবিদ্ধ করতে ব্যাপকভাবে সন্ত্রাসের চেষ্টা করা হতে পারে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় এসে গণ মাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন। এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শামীম ওসমানকে ফুলের শুভেচ্ছা জানান।
শামীম ওসমান এসময় বলেন, ঢাকার ২টি সিটি কর্পোরেশন এলাকায় আমরা গত ২০দিন ধরে নারায়ণগঞ্জ থেকে কয়েকটি টিম দিয়ে সমীক্ষা চালিয়েছিলাম। এসব টিমে নারায়ণগঞ্জের ছেলে মেয়েরাই অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী দক্ষিন সিটি কর্পোরেশনে আমাদের দলীয় মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৬৮-৭২ শতাংশ এবং উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ৬৪-৬৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, নবনির্বাচিত সভাপতি এড. মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান প্রমুখ।
Leave a Reply