বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: তল্লা গঞ্জে আলী শাহ রোড গোর কমিটির উদ্যোগে গতকাল ২৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় গঞ্জেআলী শাহ রোড গোর কমিটির অফিস প্রাঙ্গণে ১১ তম বারের মত অধ শতাধিক অসহায় দুস্থ্য ছেলে শিশুদের কল্যাণে সুন্নতে খাৎনা সহ খাবার ও প্রয়োজনীয় ওষুধ তাদের মাঝে বিতরন করা হয়েছে। উক্ত মহতী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বার একাডেমীর সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শওকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১১ নং ওয়াড কাউন্সিলর মোঃ জমশের আলী ঝন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল তল্লা গঞ্জে আলী শাহ রোড গোর কমিটির সভাপতি মোঃ মনির হোসেন সরদার, পেট্রো বাংলা সাবেক এ.জি.এম মোঃ মোক্তার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, মোঃ গিয়াসউদ্দিন, মোঃ আব্দুল খালেক, আব্দুল আজিজ, মোঃ আহসানউল্লাহ, মোঃ আলহাজ্ব, সাইদুল হক রতন ও আবুল হোসেন আসলাম। অনুষ্ঠানটি পরিচালনায় দায়িত্বে ছিল মোঃ রবিন সহ অত্র এলাকার যুবক সমাজ।
গঞ্জে আলী শাহ রোড গোর কমিটির উদ্যোগে প্রতিবছর অসহায় মানুষদের বিনামূল্যে কাফন- দাফনের ব্যবস্থা, দরিদ্র ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নতে খাৎনা, অসহায় মেয়েদের বিয়েতে আথিক সহযোগীতা, অসুস্থ মানুষদের চিকিৎসায় আথিক সহায়তা, অসহায় মানুষদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যে সামগ্রী বিতরন, বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন সহ বিভিন্ন সামাজিক কমকান্ড পরিচালনা করে যাচ্ছেন গোর কমিটির কার্যকরী কমিটিবৃন্দ।
Leave a Reply