বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজঃ ফতুল্লার দীপ্তি মাদকাসক্তি নিরাময় চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্রে ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. শফিউল আজম খোকনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর তাকে কারাগারে পাঠান।
এর আগে রোববার রাতে নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাবুর বড় ভাই জামাল হোসেন বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডল থানার ওসি আসলাম হোসেন জানান, অগ্রণী ব্যাংক নারায়ণগঞ্জ টানবাজার শাখার ব্যবস্থাপক শাহাদাৎ হাসন বাবু ও তার স্ত্রী রওশন আরা তুলি বেগমের সঙ্গে বিয়ের পর থেকে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ কারণে শাহাদাৎ হোসেন বাবু মানসিকভাবে ভেঙে পড়েন। এতে রওশন আরা তুলি বগম সরল বিশ্বাসে সুচিকিৎসার জন্য দীপ্তি মাদকাসক্তির সরণাপন্ন হলে তারা শাহাদাৎ হোসেনকে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করে চিকিৎসার দায়িত্ব নেয়।
ব্যাংক কর্মকর্তার স্ত্রী রওশন আরা তুলি বেগম বলেন, আমার স্বামী শাহাদাৎ হোসেন বাবুর বিরুদ্ধে আমার কোনো অভিযাগ নাই। দীপ্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্রের পরিচালক মো. শফিউল আজম আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমার স্বামী মাদকাসক্ত কিনা তার জন্য চিকিৎসার দায়ীত্ব নিয়েছেন। তিনি চিকিৎসা না দিয়ে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন।
Leave a Reply