মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কুতুবপুর ইউনিয়নের ক্ষমতাসীন দলের ৩ নেতা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সাধারন মানুষকে ঘরে থাকতে হচ্ছে। কাজ বন্ধ থাকার কারণে সমাজের দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। সমাজের এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক মুন্সি, যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সি ও ইউনিয়ন স্বেচ্ছা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নেতা মীর হোসেন মীরু।
যুবলীগ নেতা আব্দুল খালেক বলেন, আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আমরা যার নেতৃত্বে রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা সাংসদ শামীম ওসমান আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিদের্শ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা গরিব মানুষের পাশে থাকবো।
সড়ক দূঘর্টনায় আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সি। কিন্তু দরিদ্র মানুষের দিকে তার সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। দরিদ্র মানুষের কাছে খাবার পৌছে দিচ্ছে নানা উপায়ে। করোনা ভাইরাসের কারণে মানুষের বাইরে চলাচল বন্ধ হওয়ার পর থেকেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এই যুবলীগ নেতা।
যুবলীগ নেতা আব্দুল মালেক বলেন, আমি সব সময় কুতুবপুরবাসীর পাশে আছি এবং থাকবো। বর্তমান সময়ে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি।
প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দিতে কাজ করছেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মীরু। করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ৮ হাজার কর্মহীন হতদরিদ্র নারী পুরুষের পাশে মাঝে মাস্ক ও হ্যাক্সিসল নিয়ে দাঁড়িয়েছেন কুতুবপুরবাসীর পাশে।
মীর হোসেন মিরু তার বক্তব্যে বলেন সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ করছে এ ভাইরাস থেকে মুক্ত থাকতেও পরিস্কার পরিচ্ছন্ন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমাদের অভিভাবক,জননেতা শামীম ওসমানের আহবানে আমরা এলাকার অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এ সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
Leave a Reply