December 9, 2023, 11:51 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকায় তুচ্ছ ঘটনায় শাকিল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ বলছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যারকান্ডের ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
গত শনিবার রাত পৌনে ১১টায় দেওভোগ মাদ্রাসা হাসেমবাগ এলাকায় যুবক শাকিলকে নএকদল মুখোশধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় শাকিলকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা আরো ৫ জনকে কুপিয়ে জখম করে। নিহত শাকিল দেওভোগ পূর্বনগর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে। আহতদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেলে ও অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের স্বজন ও এলাকাবাসী জানান, স্থানীয় পানি ব্যবসায়ী সজিব মোটরসাইকেলযোগে শহরের দুই নম্বর রেলগেইট এলাকা থেকে বাংলাবাজার এলাকায় বাসায় ফিরছিলেন। এসময় তিনি হাসেমবাগ এলাকায় তুহিন, নিক্সন ও চান্দুসহ এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে রাস্তায় দেখেন। মোটরসাইকেলের হেড লাইটের আলো তাদের চোখে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে সজিবের মোটরসাইকেল থামিয়ে হেডলাইটটি ভেঙ্গে ফেলে।
এ নিয়ে সজীবের সাথে কথাকাটি শুরু হলে তুহিন তার সহযোগীদের নিয়ে সজিবকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সজিবকে বাঁচাতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাতাড়ি কোপায়। এতে শাওন, সজীব, সুভাষ এবং অজ্ঞাত এক পথচারীসহ আহত হন পাচঁজন। পরে গুরতর অবস্থায় শাকিলসহ দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাকিল মারা যান।
স্থানীয়রা জানায়, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। নয়তো এতো রাতে সন্ত্রাসীরা মুখোশ পড়ে রাস্তায় অবস্থান নিবেন কেন। পূর্বের কোন বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এই ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ওসি(তদন্ত ) হাসানুজ্জামান জানান, এখনা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply